দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হওয়ায় ফুলবাড়ীতে আনন্দ শোভাযাত্রা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২২ ০৪:১৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

ছবি : সংগৃহীত

সাওতাঁল আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু বিশ্বের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দিনাজপুরের ফুলবাড়ীতে আদিবাসীরা আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে। সাওতাঁল আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম এবং বিশ্বের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি।

এ উপলক্ষে উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ সারি সারণা গাঁওতার আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মাদলের তালে তালে নেচে নেচে শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মীনার চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শহীদ মীনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি ও বাংলাদেশ সারি সারণা গাঁওতা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চুন্নু টুডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী উন্নায়ন সমিতির সাধারণ সম্পাদক সাঞ্জু হাসদা, বাংলাদেশ সারি সারণা গাঁওতা ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহেব মুর্মু, আদিবাসী যুব ফোরামের সভাপতি শ্রীমান সরেন, সাধারণ সম্পাদক জিবন মুর্মু, আদিবাসী ছাত্র ইউনিয়নের সভাপতি রাজেন মার্ডিসহ বিভিন্ন স্তরের আদিবাসী নেতৃবৃন্দগণ।

এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বে বসবাসরত আদিবাসীগণ নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যচ্ছে। তারই স্বীকৃতি স্বরূপ আদিবাসী সম্প্রদয়ের দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আলোচনাসভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top