চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় শিশু নিহত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৭; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:০০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়ার লালপুর এলাকায় ট্রলির ধাক্কায় মোহাম্মদ আলী (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী লালপুর গ্রামের মেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, বাড়ির সামনের রাস্তার পাশে খেলাধুলা করছিলো মোহাম্মদ আলী। পার্শবর্তী বিলের দিক থেকে আসা ধানভর্তি একটি ট্রলি তার বুকের ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার জানান, শিশু নিহতের ঘটনার খবর পেয়েছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top