ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ২ নারী শিক্ষার্থীর লাশ মিললো সড়কের পাশে
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪ ১৫:১৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নাইমা (১৩) ও মায়মুনা (১৫) নামের দুই নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে সদর উপজেলার সাদেকপুর সড়কের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নাইমা সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়েও মায়মুনা সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে। তারা দু’জন নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ ময়না মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, দুই মাদরাসা শিক্ষার্থী গত ৪ দিন নিখোঁজ ছিলেন। তাদের লাশ ভোরে সড়কের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে গিয়ে উদ্ধার করে।
তিনি আরো বলেন, তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: