রাজশাহীতে করোনায় মৃত্যু গতকালের চেয়ে ১জন বেড়ে ১২ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১ ১৫:১৬; আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১৫:৩৫

ফাইল ছবি

রাজশাহীতে করোনায় গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। যা একদিনের ব্যবধানে ১জনের মৃত্যুহার বেড়েছে । গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার ৮টার মধ্যে তাদের এ মৃত্যু হয়। যা গতকালের চেয়ে ১জন বেশি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন ও নারি ৬ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর সবচেয়ে বেশি ৫জন, চাঁপাইনবাবগঞ্জ নাটোর নওগাাঁর ২জন করে এবং পাবনার ১ জন রয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তির সংখ্য গতকালে চেয়ে অনেকটায় কমেছে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩১৪ জন। ভর্তি রোগীদের মধ্যে করোনা পজেটিভ ১৮১ জন নেগেটিভ ৫৬ জন এবং উপসর্গ নিয়ে ৭৭ জন।
গতকাল হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়া পেয়েছেন ৩৩ জন রোগী।

গতকাল কোভিড টেস্টের বিপরিতে রাজশাহীতে সনাক্তেরহার কিছুটা কমে ১৯.২৪ অন্যদিকে চাঁপাই নবাবগঞ্জে কিছুটা সনাক্তেরহার বেড়ে ৩১.১৪ দাঁড়িয়েছে।
এম এস ইসলাম

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top