রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১ ১৬:০৪; আপডেট: ২৫ আগস্ট ২০২১ ১৫:০১

ফাইল ছবি

রাজশাহীতে করোনায় মৃত্যুহার কিছুটা কমলেও জিরো টলারেন্সে অসছেনা। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯জন। প্রতিদিনই প্রাণঘাতি এই ভাইরাসে কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। তবে লকডাউনে তুলে দেয়ার পর মৃত্যুহার বেড়ে না যাওয়া একটা ভালো দিক বলেই মনে করছেন সাধারণ মানুষ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ৩ ও পাবনার ১ জন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২২১জন।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top