রামেকের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১ ১৫:০৩; আপডেট: ৩১ আগস্ট ২০২১ ১৫:১৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে যা গতদিনের তুলনায় দিগুন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ৭জন ও নারী ৭জন। যাঁরা মারা গেছেন তাদের বয়স ৩১ থেকে ৫০এর মধ্যে ২জন, ৫১ থেকে ৬০ বয়সি ৪ জন এবং ৬১ বছরের উর্দ্ধে ৮জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৬ জন ও করোনামুক্ত হয়ে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৭ জনের মধ্যে রাজশাহীর ৪ চাঁপাইনবাবগঞ্জে ২ নাটোরের ৫, নওগাঁ পাবনা ও মেহেরপুরের ১ জন করে।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৬১ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৫ জন। ভর্তি রোগীর মধ্যে করোনা পজেটিভ ৭৯ জন নেগেটিভ ২৯ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩জন।
গতকাল করোনা পরীক্ষায় দেখা গেছে সংক্রমনের হার রাজশাহীতে ১২.৮৪ % চাঁপাই নবাবগঞ্জ ১৬.৬৬% পজেটিভ।
এম এস ইসলাম
বিষয়: রাজশাহীতে করোনায় মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: