সদর দপ্তরে গুলিবিদ্ধ হয়ে র্যাব সদস্যের মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৬; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২০:৪২

এটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি র্যাবের কর্মকর্তারা।
নিহতের নাম শুভ মল্ল (২৬)। পুলিশের এই কনস্টেবল প্রেষণে র্যাবে ছিলেন।
সোমবার কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার পর শুভকে বিকাল সোয়া ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
শুভ মল্লিকের বাড়ি চট্টগ্রামে বলে জানান র্যাব কর্মকর্তা আল মঈন।
আপনার মূল্যবান মতামত দিন: