গলায় মাফলায় আটকে যুবলীগ নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১ ২২:৪৫; আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ০৭:২০

রাজশাহীর পুঠিয়ায় জমিতে পানি সেচ দেয়ার সময় স্যালো পাম্পের সাথে মাফলার জড়িয়ে যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ নেতার নাম আমজাদ হোসেন। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আমজাদ মঙ্গলপাড়ার গোড়াগাছি গ্রামের আব্বাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পুকুরে পানি সেচ দিতে যায় আমজাদ। রাত ৮টা পর্যন্ত না ফিরলে বাড়ির লোকজন খুঁজতে যায়। তার গিয়ে পুকুর পাড়ে স্যালো মেশিনের সাথে মাফলার জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তিনি মারা যান।
আপনার মূল্যবান মতামত দিন: