দুর্গাপুরে নকল প্রসাধনী সামগ্রীসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১ ০৮:৩২; আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ০৮:৩৩

নকল প্রসাধনী তৈরির নানা সামগ্রী সহ গ্রেফতারকৃত ব্যক্তিরা।

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী তৈরির নানা সামগ্রী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর বাজারে অভিযান চালায় রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি অপারেশন দল। শুক্রবার (২৪ ডিসেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এই তথ্য জানান।

পুলিশ সুপার জানান, অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাজশাহীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের নূর মোহাম্মদ (৩০), মো. রোস্তম ওরফে রাজু (২৮) ও মোস্তাকিন আলী (২২)। তাদের মধ্যে মোস্তাকিন ও রোস্তম দুই ভাই।

তিনি জানান, বিভিন্ন কোম্পানির নাম নকল করে গ্রেফতার ব্যক্তিরা ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাত করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। অভিযানে নকল প্রসাধনী তৈরির মেশিন, ব্লেন্ড করার মেশিন, ভেজাল সাদা ক্রিম জাতীয় পদার্থ, ২০ লিটার তরল কেমিক্যাল, ১০ কেজি জেল জাতীয় সাদা ক্রিম, ২০ কেজি পাউডার জাতীয় পদার্থ, ‘লতা হারবাল’ নামের দেড় হাজার প্যাকেট এবং দুই হাজার পিস প্লাস্টিকের কৌটা জব্দ করা হয়েছে।

এসপি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নকল প্রসাধনী তৈরির কথা স্বীকার করে জানিয়েছেন, এসব ভেজাল প্রসাধনী ঢাকার চকবাজারসহ দেশের বিভিন্ন মার্কেটে তাঁরা বিক্রি করতেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

সূত্র: ইত্তেফাক।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top