তীব্র শীতে জুবুথুবু রাজশাহী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২ ০২:৩৫; আপডেট: ৬ জানুয়ারী ২০২২ ০২:৫৪

তীব্র শীতে জুবুথুবু রাজশাহী। শীতের তীব্রতায় কাঁপছে নগরবাসী। বুধবার সকালে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রী সেলসিয়াস। একই সাথে ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে।
এর আগে গত ২০ ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের ঘরে থাকলেও কুয়াশা ও হিমেল বাতাস বইতে থাকায় শীত বেশি অনুভূব হচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ। ঘন কুয়াশায় সূর্য দেখা যাচ্ছে না। অন্তত ৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। তাই শীত বেশি অনুভূত হচ্ছে। কুয়াশা কেটে গেলে তাপমাত্রা আরও নিচে নামবে।
আপনার মূল্যবান মতামত দিন: