বাঘায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু
বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২ ০৪:২৮; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৩

রাজশাহীর বাঘায় মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নাদির উদ্দিন নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তেপুকুরিয়া মোড়ের সামনে ট্রাক লক্ষ করে মোটর সাইকেল নিয়ন্ত্রন করতে গিয়ে তিনি দুর্ঘটনার আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় লোকজন জানান, দুপুর একটার দিকে নিজ গ্রাম তেপুকুরিয়া দক্ষিন পাড়া এলাকা থেকে বাঘা বাজারে যাওয়ার জন্য রওনা হন ঐ গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে নাদির উদ্দিন(৬০)। এরপর তেপুকুরিয়া-আড়পাড়া মোড়ে এসে পৌছালে সামনে একটি ট্রাক লক্ষ করে তিনি মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পাকা রাস্তার উপড়ে পড়ে যান। এ সময় তার মাথায় হেলমেট না থাকায় তিনি গুরুত্বর আহত হন। এতে তার শরীল থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়ে আহত হয়।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র কর্তব্যরত চিকিৎসক ইমন আলী তাকে মৃত বলে ঘোষনা করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: