৩য় বারের মত বিয়ের পিঁড়িতে শমী কায়সার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০ ০৭:৩৪; আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৮:২৮
-2020-10-10-01-33-58.jpg)
আবারো বিয়ের পিঁড়িতে বসলেন দেশের জনপ্রিয় অভিনেতা শমী কায়সার।
নতুন বরের নাম রেজা আমিন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (০৯ অক্টোবর) রাতে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
নতুন দম্পতির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতে দেখা গেছে। নাট্ট নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে শমী কায়সারের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
শেয়ার করা ছবিতে লাল শাড়িতে বধূবেশে শমী কায়সারকে দেখা গেছে। পাশেই পাঞ্জাবি পরে বসে আছেন বর রেজা আমিন।
নতুন বিয়ের ছবিতে ভক্তদের অগণিত শুভেচ্ছায় ভাসছেন শমী-দম্পতি।
তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসলেন শমী কায়সার। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়।
প্রথম বিয়ে ভেঙে গেলে শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে। খবর-যুগান্তর
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: