সুস্থ হয়ে উঠছেন সঞ্জয়, ফিরেছেন শুটিংয়ে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০ ০১:১৯; আপডেট: ২২ অক্টোবর ২০২০ ০১:২০
-2020-10-21-19-18-56.jpg)
ফাইল ছবি
ক্যান্সারে আক্রান্তে হয়েও বসে নেই বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ক্যান্সারকে পাত্তা না দিয়ে আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তিনি। ইতিমধ্যে ‘শামশেরা’র ডাবিং শুরু করেছেন তিনি। নভেম্বরে ফিরবেন ‘কেজিএফ চ্যাপ্টার ২’র ফ্লোরে।
কিছুদিন আগে সঞ্জয়ের একটি ভিডিও শেয়ার হয়। সেখানে দেখা যাচ্ছে শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিতে কিছু বন্ধু তারকা হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিমের সেলুনে গিয়েছিলেন সঞ্জয়। সেখান থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন হাকিম।
ভিডিওতে এই অভিনেতা বলেন, ক্যান্সারকে হারিয়ে তিনি জয় ছিনিয়ে নেবেনই। কতদিন আর বাড়িতে বসে থাকা যায়? একদিন না একদিন তো জীবনে ফিরতেই হবে।
মোটামুটি শারীরিক অবস্থা উন্নতির দিকে তার। জানা গেছে, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে সঞ্জয় দত্তের শরীর। চিকিৎসকের নির্দেশ মেনে চলছেন তিনি। বেশ কিছু পরীক্ষা করা হয়েছিল তার।
সর্বশেষ মেডিকেল রিপোর্ট ভাল এসেছে তার। নিজের সুস্থতা বুঝেই ফ্লোরে ফেরার পরিকল্পনা করেছেন সঞ্জয়। সব ঠিক থাকলে এই মরণব্যাধিকে হারিয়ে সুস্থ জীবনে ফিরবেন ৬১ বছর বয়সী এ তারকা। খবর-যুগান্তর
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: