প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হয়েছে ডকুফিল্ম

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩ ০১:৫০; আপডেট: ৩ মে ২০২৪ ২০:৪১

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশনায়কের পরিচয় ছাপিয়ে একজন সাধারণ নারী থেকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হওয়ার পুরো জীবন যেন এক রূপকথার গল্প। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ডকুফিল্ম ‘হাসিনা: এ ডটারস টেল’।

এবার ‘হাসিনা: এ ডটারস টেল’ শিরোনামের ডকুফিল্মটি দেখানো হবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকীতে।

সংবাদ মাধ্যম অনুযায়ী, সোমবার (১৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১৫ আগস্ট রাত ৮টায় মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: এ ডটারস টেল’।

এটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস যৌথভাবে। প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। নির্মাণ করছেন অ্যাপল বক্স ফিল্মসের নির্মাতা পিপলু আর খান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top