সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে মুক্তি পেয়েছে আজ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩ ২২:৫৮; আপডেট: ৩ মে ২০২৪ ১৬:৫৭

ছবি: সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে বলিউডে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। ভারতে মুক্তির চার মাসের মধ্যে শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মুক্তির দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি দর্শকদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে সালমান খান লিখেন, ‘আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, কৌতুক, বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান!’

জানা গেছে, আজ (শুক্রবার) স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সালমান খানের এই সিনেমা বাংলাদেশে আনতে খরচ পড়েছে ৫০ লাখ টাকা। এর আগে একই নীতিমালায় গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। যেখানে শাহরুখের ‘পাঠান’ আনতে খরচ হয়েছিল মাত্র ১১ লাখ টাকা।

ফরহাদ সামজী পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রযোজক সালমান নিজেই। সিনেমার অন্যান্য চরিত্রে রয়েছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারিসহ আরও অনেকে। সাপটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে আমদানি করে এন ইউ আহম্মদ ট্রেডার্স।

এই সিনেমা আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top