আসিফ-মৌটুসির প্রথম একসাথে গান
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২০ ০১:৪৬; আপডেট: ৩০ জুলাই ২০২০ ০২:১০

বিশ বছরের পরিচয়ে প্রথমবার দ্বৈত কন্ঠে গান করলেন শিল্পী আসিফ আকবর ও কণ্ঠশিল্পী মৌটুসী।
ভারতের রাজীব দত্তের কাব্যমালায়,পার্থ প্রতীম বাপ্পীর সুরে আর সৌরভ বাবাই চক্রবর্তীর সংগীতায়োজন 'তুমি এলে’ শিরোনামে গানটিতে তারা একসাথে গান করেন।
গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ভিডিওতেও দেখা যাবে আসিফ আকবর-মৌটুসীকে।
শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে এমন আশাবাদ ব্যক্ত করে এবং নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আসিফ আকবর বলেন, মৌটুসী (ভাবীর) গায়কী আমার খুব ভালো লাগে। জীবন চলার পথে ভাবীর কাছ থেকে পেয়েছি মনোবল। আমার ক্যারিয়ারে তার অনেক অবদান। দীর্ঘ ১৭ বছর পর পার্থ প্রতীম বাপ্পী ভাইয়ের সুরে গাইলাম।
আসিফ আকবরের সঙ্গে এটিই প্রথম গান জানিয়ে মৌটুসি জানান, এটি দারুণ একটি মেলোডিয়াস গান। গানটির কথা-সুর-সংগীত সব মিলিয়ে বেশ ভালো হয়েছে। বাকিটা শ্রোতারা বিচার করবেন।
দর্শক-শ্রোতারা আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে ‘তুমি এলে’ গানের ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপ- এ।
খবর-বাংলানিউজ
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: