ঈদ আয়োজনে জয়ের 'নিয়তি'
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২০ ০৩:১৪; আপডেট: ৩১ জুলাই ২০২০ ০৩:২১
-2020-07-30-21-18-54.jpg)
এবারের ঈদুল আযহার আয়োজনে প্রকাশ পেলো সংগীতশিল্পী জয় শাহরিয়ারের নতুন গান ‘নিয়তি। নিজের সুরে এই গানটির প্রকাশনায় আজব রেকর্ডস।
করোনাকে প্রকৃতির শিক্ষা হিসেবে গানে তুলে ধরা হয়েছে এমনটাই জানিয়ে এবং
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘প্রত্যেক ঈদ আয়োজনেই উচ্ছ্বাস নিয়ে গান প্রকাশ করি। এবারও গান প্রকাশ পাচ্ছে, তবে উচ্ছ্বাসটা নেই আগের মতো। চলমান মহামারির সময়ে আমরা এক নতুন উপলব্ধির মুখোমুখি।
জয় শাহরিয়ারের পরিচালনায় ও সম্পাদনায় গানটিতে গিটার বাজিয়েছেন মহান ফাহিম ও শব্দ বিন্যাস করেছেন নাবিদ সালেহীন নিলয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা।
গানটিকে চিত্রগ্রহণ করেছেন মইনুল হাসান লিপু।
দর্শক-শ্রোতারা গানটি ইউটিউব চ্যানেলে এবং বাংলাদেশের মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাবে।
খবর-বাংলানিউজ
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: