প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছের কথা জানালেন রক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৪১; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০০:৪৬
২০১৬ সালের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুপ্ত ইচ্ছের কথা প্রকাশ্য করেছিলেন ডোয়াইন জনসন ওরফে দ্য রক।
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সে আকাঙ্ক্ষা আর বাস্তবে রূপ পায়নি। মাঝে হয়ে গেছে দুটি নির্বাচন। এবার আবারও পুরনো ইচ্ছের কথা মনে করিয়ে দিলেন রেসলিং ছেড়ে হলিউডেও সুনাম কামানো এই তারকা।
ডোয়াইন জনসন ২০১৭ সালে তার এই আগ্রহের কথা প্রথম জনসম্মুখে বলেন একটি অনুষ্ঠানে। তখন তিনি বলেছিলেন, সত্যিই তিনি নির্বাচন করতে চান।
কিন্তু হলিউডের চাপা সিডিউলের কারণে সে যাত্রায় বেশি দূর এগুতে পারেননি দ্য রক।
ইয়াহু নিউজ অবলম্বনে বাংলা ট্রিবিউনের খবর
আপনার মূল্যবান মতামত দিন: