মাত্র ১৩ বছর বয়সেই নায়িকা হন কবরী
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১ ১৯:৫২; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০০:৪৫

ঢাকাই সিনেমায় ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী চিত্রনায়িকা হয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে। সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে তার যাত্রা শুরু। এই সিনেমায় কবরীর প্রথম সংলাপ ছিল, আহ ছাড়ো। কেউ দেখে ফেলবে। চট্টগ্রামের মেয়ে করবী প্রথম সিনেমাতেই ভাষা জটিলতায় পড়েছিলেন।
একটি ইন্টারভিউতে এ বিষয়ে তিনি বলেছিলেন, আমরা চট্টগ্রামের লোকরা না সব কথার আগে একটা যে লাগাই। যখন আমার ভয়েস টেস্ট করলেন দত্ত দাদা (সুভাষ দত্ত) বললেন, ইশ এক্কেবারে চাটগাইয়া গলা। হবে না, প্র্যকটিস করতে হবে।
নিজের প্রথম প্রেমের গল্পে অভিনেত্রী বলেছিলেন, আমি যখন ‘সুতরাং’ সিনেমায় কাজ করি তখন ওগুলো (প্রেম) চিন্তার মধ্যেই নাই। ১৩ বছর বয়সে চলে আসছি...।
স্কুল থেকে চলে আসা। সেই সময় আমার আয়োজন করে প্রেম হয়নি। করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) শুক্রবার দিবাগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: