করোনার অব্যাহত আগ্রাসন: বিশ্বে প্রাণহানি ছাড়াল ১১ লাখে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০ ১৭:০৭; আপডেট: ১৪ মে ২০২৪ ০৯:২৫

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাসের অব্যাহত আগ্রাসনে বিশ্বে প্রাণহানির সংখ্যা গিয়ে ঠেকল ১১ লাখে। অন্যদিকে সংক্রমনের সংখ্যা চার কোটি ছুঁই ছুঁই।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল দশটা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বে করোনায় মারা গেছেন ১১ লাখ ২ হাজার ৯৪১ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ৪৬২ জন।

তবে অর্ধেকের ও বেশী আরোগ্য হয়েছে রোগটি থেকে। সুস্থ হওয়ার সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ছাড়িয়ে গেছে।

ভাইরাসটির প্রকোপে প্রাণহানি ও সংক্রমন বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৮২ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২২ হাজারের বেশি লোক।

প্রাণহানি ও সংক্রমনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৫১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

এশিয়ার দেশ ভারতের অবস্থান ব্রাজিলের পরেই। এক লাখ ১২ হাজার ১৬১ মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে ৭৩ লাখ ৭০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে সর্বপ্রথম শনাক্ত হয় ৮ই মার্চ।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top