বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১২ লাখে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০ ১৮:২৫; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৭

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস আবারো ভয়ংকর রূপ ধারন করেছে। বিশ্বে মৃত্যুর দ্বিতীয় ঢেউ তুলেছে ভাইরাসটি। মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এরই মধ্যে করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ১২ লাখ মানুষ।

ভাইরাসটির ডাটাবেজ প্রস্তুতকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী ৪ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  মারা গেছেন ১২ লাখ ৩৯৭ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৬৬৭ জন।

ভাইরাসটির সবচেয়ে প্রাদুর্ভাবে থাকা দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৯৪ লাখ ২ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছেন ৬০ লাখ ৬২ হাজার ৪৩৮ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন। মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২২ হাজার ১৪৯ জন। মোট সুস্থের সংখ্যা ৭৪ লাখ ৮৯ হাজার ২০৩।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে মৃত্যুতে তৃতীয় স্থানে। দেশটির আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫। এর মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৯০২ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৭২ হাজার ৯৯৮ জন।

বাংলাদেশে ভাইরাসটির প্রাদুর্ভাব সুখকর নয়। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, শনিবার পর্যন্ত মোট ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৫ হাজার ৯২৩ জন। এখন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত ১১ মাসে এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। 

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top