গাজা পুনর্নির্মাণে প্রয়োজন ৫০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:১৪

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ১৫ মাস ধরে চলা ইসরাইলের যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণের জন্য ৫০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রয়োজন হবে।

মঙ্গলবার জাতিসঙ্ঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের প্রকাশিত এক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে।

দ্য ইন্টেরিম র‌্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট (আইআরডিএনএ) জানিয়েছে, আগামী ১০ বছরে গাজা পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য ৫৩ দশমিক দুই বিলিয়ন ডলার প্রয়োজন। এর মধ্যে প্রথম তিন বছরে ২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরাইলি অভিযানে ৪৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজা এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অবিস্ফোরিত বোমা ও লাখ লাখ টন ধ্বংসস্তূপ অপসারণসহ পুনর্নির্মাণের জন্য দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন।

গত মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে প্রকাশিত এই প্রতিবেদনে সতর্ক করে দেয়া হয়েছে যে যুদ্ধের পরে গাজা কিভাবে পরিচালিত হবে এবং কী ধরণের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সে সম্পর্কে স্পষ্টতার অভাবের কারণে বৃহৎ আকারে পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

আইআরডিএনএ জানিয়েছে, দুই লাখ ৯২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯৫ শতাংশ হাসপাতাল অকার্যকর হয়ে পড়েছে। এছাড়াও স্থানীয় অর্থনীতি ৮৩ শতাংশে সংকুচিত হয়েছে।

এতে বলা হয়েছে, পুনর্নির্মাণের মোট আনুমানিক ব্যয়ের অর্ধেকেরও বেশি অর্থাৎ ২৯ দশমিক নয় বিলিয়ন ডলার ভবন ও আবাসনসহ অন্যান্য অবকাঠামোর ক্ষতি মেরামত করতে প্রয়োজন হবে। আবাসন খাতে পুনর্নির্মাণের জন্য প্রয়োজন হবে প্রায় ১৫ দশমিক দুই বিলিয়ন ডলার।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য ও শিল্প খাতসহ সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি পূরণের জন্য আরো ১৯ দশমিক এক বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top