গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধে নিন্দা জানাল জাতিসংঘ ও আরব দেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৫ ১৩:৫৪; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৫:০৫

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বেশ কয়েকটি আরব দেশ।

রোববার (২ মার্চ) গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। তেল আবিবের এমন পদক্ষেপকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মিসর ও কাতার। অন্যদিকে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার এটিকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। খবর বিবিসি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস মানবিক সহায়তার সরবরাহ চুরি করে সেগুলো সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করেছিল। এজন্য এমন পদক্ষেপ নেয়া হয়েছে। তবে হামাস নেতানিয়াহুর এমন অভিযোগ প্রত্যাহার করেছে।

হামাসের এক মুখপাত্র বলেন, গাজায় ইসরায়েলের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়ার বিষয়টি ‘সস্তা ব্ল্যাকমেল’ এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে একটি ‘অভ্যুত্থান’।

গত জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এর ফলে গাজায় দেড় বছর ধরে চলা লড়াই বন্ধ হয়েছে। এ চুক্তির অধীন প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে হামাস।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। এটিকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এমন কাজকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে।

সৌদি আরবও এ ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top