বইমেলায় পাওয়া যাচ্ছে রেজাউল ইসলাম'র উপন্যাস 'গণরুমের প্রেমবিলাস

নিজস্ব প্রতিনিধি: | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১২; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৯:০৯

- ছবি - ইন্টারনেট

অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক রেজাউল ইসলামের প্রথম উপন্যাস 'গণরুমের প্রেমবিলাস'।

বইটির প্রচ্ছদ করেছেন দেশবরেণ্য কার্টুনিস্ট খলিল রহমান। বইটি প্রকাশ করেছে রূপসী বাংলা প্রকাশন। বইটির মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা। বইটি রকমারি ডট কমসহ রূপসী বাংলা প্রকাশনীর ৭৬৪-৭৬৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

কথাসাহিত্যিক রেজাউল ইসলাম অর্ধযুগ ধরে দেশের মূলধারার জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত গবেষণাধর্মী কলাম লিখে আসছেন। তিনি দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটিবিচ্যুতিসহ সমাজ,ধর্ম ও রাজনীতি নিয়ে লেখালেখি করে থাকেন।

'গণরুমের প্রেমবিলাস' উপন্যাসে লেখক দেশের সমসাময়িক লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির অন্ধকার দিক নিখুঁতভাবে ফুটিয়ে তোলার প্রয়াস পেয়েছেন। 'গণরুমের প্রেমবিলাস' উপন্যাসটি দেশের রক্তাক্ত শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত ছাত্ররাজনীতির ভয়াল থাবা থেকে মুক্ত করার চলমান আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করবে বলেই লেখক দৃঢ়ভাবে বিশ্বাস করেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top