একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ২০:১০; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০১:৪১

১.আন্দোলন দমাতে ঢাকায় বিরোধী দলের নেতা-কর্মীর তালিকা তৈরী করছে পুলিশ
ক্রমেই উত্তাল হচ্ছে রাজপথ। মিছিল মিটিং এ সরগরম এখন সারাদেশ। বিএনপি আন্দোলনকে দমাতে বদ্ধ পরিকর সরকার। এই জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সরকার। খবর প্রথম আলোর।
২. দেশের ৭৫ শতাংশ ভূমিতে উর্বরতা ঘাটতি
আবাদি ভূমির পাশাপাশি কমছে ভূমির উর্বরতা। ফলে প্রত্যাশিত ফলনও পাচ্ছে না কৃষকরা। পুষ্টি উপাদানর অপর্যাপ্ততায় ভুগছে কৃষিজমি। কমছে। অনুর্বর জমির পরিমাণও বাড়ছে। সরকারি এক গবেষণার তথ্য অনুযায়ী, দেশের মোট ভূমির প্রায় ৭৫ শতাংশই এখন উর্বরতা ঘাটতিতে ভুগছে। এ অনুর্বর হয়ে পড়া জমির পরিমাণও প্রতিনিয়ত বাড়ছে। খবর টিবিএসের।
৩.আমদানি শুল্ক যৌক্তিকীকরণের ও প্রত্যক্ষ কর আহরণ জোরদারের সুপারিশ
বাংলাদেশকে আমদানি শুল্ক যৌক্তিকীকরণ এবং সম্পূরক শুল্কহার বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র বিধান অনুযায়ী নির্ধারণ করতে হবে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ বা এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জগুলি সফলভাবে মোকাবিলায়–এমন সুপারিশ করেছে 'অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও ট্যারিফ যৌক্তিকীকরণ' বিষয়ক একটি উপ-কমিটি। খবর টিবিএসের।
৪. আমদানি নিয়ন্ত্রণে, তবে এলসি নিষ্পত্তির হার বেড়ে ৬৩ শতাংশ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বাভাবিক রাখতে কঠোর নীতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানির লাগাম টানতে এরই মধ্যে ঋণপত্র (এলসি) খোলায় আরোপ করা হয়েছে নানা শর্ত। এতে কিছুটা হলেও কমে এসেছে নতুন এলসি খোলার পরিমাণ। তবে এলসি খোলা কমলেও এলসি নিষ্পত্তির হার বেড়েছে অস্বাভাবিক হারে। খবর টিবিএসের।
৫. বালুদস্যুরা তীব্র করছে নদীভাঙ্গন
দেশের অন্যতম বড় সমস্যা নদীভাঙ্গন। দেশে বাড়ছে সর্বহারা মানুষের সংখ্যা। এই নদী ভাঙ্গনের অনত্যম কারণ বালুদস্যুতা। দেশের বিভিন্ন নদ-নদী, খাল-জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাঙন তীব্র হয়েছে। খবর যুগান্তরের।
আপনার মূল্যবান মতামত দিন: