করোনা সংক্রমিত জাহাঙ্গীর কবির নানক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০ ১৬:৪২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৬:৫২
-2020-10-03-10-41-53.jpg)
এবার বিশ্ব মহামারী করোনাভাইরাসের সংক্রমনের শিকার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (০২ অক্টোবর) তার করোনা পরীক্ষার ফলাফলে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি।
তার আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।
তবে বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে জানান তিনি। তিনি জানান, “এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি ও পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ”
খবর-বাংলাদেশ প্রতিদিন
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: