অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের জেল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০ ২২:২১; আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২১

ফাইল ছবি

অস্ত্র আইনে দেশের আলোচিত সমালোচিত অপরাধ সম্রাজ্ঞী নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউ দম্পতির বিরুদ্ধে ২৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

পাপিয়া দম্পতিকে আইনের দুইটি ধারায় আলাদা আলাদা সাজা দেয়া হয়। রায়ের একটি ধারায় পাপিয়া ও তার স্বামী সুমনের ২০ বছর ও অন্য একটি ধারায় ৭ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। তবে দুটি ধারার সাজা একসঙ্গে ভোগ করার কারণে তাদের ২০ বছরই কারাগারে থাকতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।

মূলত, বিভিন্ন প্রতারণার কাজে লিপ্ত পাপিয়া র‌্যাবের জালে ধরা পড়ে গত ২২ ফেব্রুয়ারি। দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযানের সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

পাপিয়াকে গ্রেফতারের সময় বাকি যাদের গ্রেফতার করা হয়-পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)। তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

এই অপরাধ সম্রাজ্ঞীকে গ্রেফতারের পরের দিন ২৩ ফেব্রুয়ারি দুপুরে পাপিয়ার ফার্মগেটের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, ২০টি পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার আদালতে তাদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন। খবর-যুগান্তর

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top