অভিবাসী সমস্যা
উত্তর মেসিডোনিয়া থেকে শতাধিক বাংলাদেশী উদ্ধার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২০ ১৮:০০; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:৫২

গ্রিস-মেসিডোনিয়া সীমান্ত এলাকায় একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত মাসের শেষ দিকে বাংলাদেশের আরও ৬৪ নাগরিককে একইভাবে ট্রাক থেকে উদ্ধার করা হয়। খবর আল জাজিরার।
উত্তর মেসিডোনিয়ার পুলিশ জানিয়েছে, গেভজেলিজা শহরের কাছে সোমবার রাতে একটি ট্রাককে থামায় সীমান্তে টহলরত নিরাপত্তাবাহিনী।
এরপরেই ওই ট্রাকের ভেতর থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়। ওই ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। নিয়মিত টহলে একটি ট্রাক থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। ১৪৪ বাংলাদেশি ছাড়াও ৬৭ পাকিস্তানি নাগরিক ছিলেন ওই ট্রাকে।
ট্রাক থেকে উদ্ধার হওয়া অভিবাসীদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদেরকে গ্রিসে পাঠানো হতে পারে।
চলতি বছরের শুরু থেকেই করোনা মহামারির কারণে গ্রিসের সঙ্গে উত্তর মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেয়া হয়। তারপরেও মানবপাচার থেমে নেই।
কিন্তু মানবপাচারকারী চক্রগুলো ওই এলাকায় এখনও সক্রিয় রয়েছে। এসব চক্র অভিবাসীদের অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে এরপর উত্তরের দিক থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে সহায়তা করে আসছে।
আপনার মূল্যবান মতামত দিন: