জনগণ মনে করলে তরুণরাই রাষ্ট্রের হাল ধরতে প্রস্তুত: নাহিদ ইসলাম
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৪ ০৫:৪৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৪৫

মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেলেও সেটি মাত্রাতিরিক্ত পর্যায়ে যাওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অন্যদিকে, অপর উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণরা রাষ্ট্রের হাল ধরার জন্য প্রস্তুত।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর গণমাধ্যমে কথা বলেন এই দুই উপদেষ্টা।
ড. নজরুল বলেন, ‘যে পশুশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই, তেমন হলে ছাত্রজনতা যে সুযোগ নিয়ে এসেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে সেটার অর্জন ও মাহাত্ম্য ম্লান হয়ে যাবে।’
বিভিন্ন জায়গায় হামলার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ক্রোধ সংবরণ করে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: নাহিদ ইসলাম বলেন, ‘জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে জনগণের সে আহ্বানে সাড়া দেয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে।’
রাষ্ট্র ও সমাজে বৈষম্য দূর করে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যের কথা উল্লেখ করেন তিনি।
সূত্র : বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: