কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি: ইসি সচিব

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০ ০৩:৪৩; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:০৪

পৌরসভা নির্বাচনের একটি কেন্দ্রের চিত্র।

দেশের প্রথম পর্যায়ে পৌরসভা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে দাবি করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি।

ইসি সচিব বলেছেন, কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০ শতাংশ, কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।প্রথম ধাপে অনুষ্ঠিত ২৪টি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতিও অনেক বেশি ছিল। একটি ‘সাকসেসফুল’ নির্বাচন হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম ও ইসির মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি, সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

তবে নির্বাচন চলাকালীন কিছু জায়গা বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সহিংস ঘটনা প্রসঙ্গে মো. আলমগীর বলেন, পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজনকে সরতে বলায় হাতাহাতির ঘটনা ঘটে। ভাঙচুর হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর সীতাকুণ্ডে দুষ্কৃতকারীরা ইভিএম কেড়ে নেওয়ার চেষ্টা করে।  তারা সফল হতে পারেনি।  টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়।  পরে ইভিএম পুনঃস্থাপন করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনো সমস্যা হয়নি।  এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সময় ইসি সচিবকে ধামরাই পৌরসভা নির্বাচনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল কেড়ে নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মো. আলমগীর বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁদের কাছে এখনো আসেনি। এ বিষয়ে তারা খবর নেবেন। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই মুখপাত্র আরো জানান, প্রার্থীর মৃত্যুর কারণে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনের মেয়র পদের ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিকেল সোয়া চারটায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে প্রার্থীর মৃত্যুর খবর জানান। ভোট গ্রহণ চলাকালে বেলা ৩টা ৩২ মিনিটে তিনি মারা গেছেন বলে ওই আবেদনে জানানো হয়।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top