সংক্রমণ কমলে দ্রুতই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১ ১৪:২২; আপডেট: ৫ মে ২০২৪ ১২:৪০

ছবি: সংগৃহিত

সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা আবারো জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সংক্রমণের হার আরেকটু নিচে নামলেই খুব শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সঙ্কটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি।’

‘আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশুনায় পিছিয়ে না যায়, এজন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।’

সংক্রমণের হার ক্রমেই নিচে নামছে আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সংক্রমণ যেভাবে নেমে আসছে। এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব।’

‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। অনুষ্ঠান উপস্থাপনা করেন নুজহাত চৌধুরী।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে দীপু মনি বলেন, ‘তবে ধাপে ধাপে খুলব। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। কারণ এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।’

‘সবাই শুরু থেকেই সপ্তাহে ছয়দিন হয়ত ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা উদ্যোগ নেয়া হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রায় দেড় বছর ধরে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরেই রয়েছে।

শিক্ষার্থী-অভিভাবকরা ছাড়াও নানা মহল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য চাপ বাড়ছে সরকারের উপর। এর মধ্যেই গত ১৮ অগাস্ট সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রমণ পরিস্থিতি এবং টিকা দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিতে বলেছেন।

মঙ্গলবার অপর এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও স্কুল খুলে দেয়ার বিষয়ে কথা বলেছেন।

স্কুল খুলে দেয়ার সব ধরনের প্রস্তুতি থাকলেও সরকার মহামারী পরিস্থিতি ‘আরেকটু স্বাভাবিক’ হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে স্কুল খোলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘উচ্চ পর্যায়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত… মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সবার তো সিদ্ধান্ত লাগবে। স্কুল হুট করে খুলে দেওয়া যাবে না।’

‘আরেকটু স্বাভাবিক হলে হয়ত খুলে দেওয়া যাবে। ঠিক বলতে পারব না কবে নাগাদ। যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে, আমাদের যদি আজকে বলে আমরা কালকে খুলে দিতে প্রস্তুত আছি।’



বিষয়: শিক্ষা


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top