দুপুরে রাজধানীতে বিএনপির কৃষক সমাবেশ

রাজ টাইমস | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩ ১০:৪২; আপডেট: ৪ মে ২০২৪ ০১:২০

ছবি: প্রতীকী

সরকার পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির এক দফার দাবিতে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে সোমবার (২ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের কৃষক সমাবেশ করবে বিএনপির। অন্যদিকে বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে গত শনিবার শ্রমিক কনভেনশন করা হয়েছে। এরপর আজ কৃষক সমাবেশ। পরে ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সবগুলো ছাত্র সংগঠন উদ্যোগে সমাবেশে করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ১৫টি ছাত্র সংগঠনের একটি জোটও করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ২টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজন এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভাপতিত্ব করবেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সঞ্চালনায় থাকবেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

তিনি আরও বলেন, এছাড়া একই দাবিতে বেলা ১১টা জাতীয় প্রেসক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top