বিএনপি-জামায়াতের পঞ্চম দফার অবরোধ শুরু
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩ ০৯:৩২; আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ০০:৩১
বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা পঞ্চম দফায় টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টা থেকে শুরু এ অবরোধ শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত চলবে।
পঞ্চম দফার অবরোধ বুধবার ভোর থেকে শুরু হলে রাতেই রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।
শাহাবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে পথচারী জানালেও শাহবাগ জাতীয় জাদুঘর-সংলগ্ন ফুটওভারব্রিজের নিচ থেকে লাল স্কচটেপ মোড়ানো অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো।
এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ নভেম্বর চতুর্থ দফা অবরোধ কর্মসূচির পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: