ধামইরহাটে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ২ মার্চ ২০২৫ ১৯:২৬; আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৯:০৯

নওগাঁর ধামইরহাটে পবিত্র রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার আমাইতাড়া বাজারে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমীর ও নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলার আয়োজনে মাসব্যাপী বিক্রয় কর্মসূচি পালন করা হবে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ক্রেতাদের জন্য প্রতি কেজি বুট ১০০ টাকা, চিড়া ৬২ টাকা, চিনি ১১৬ টাকা, সোয়াবিন তেল ১৯০ টাকা, মসুর ডাল ১০০ টাকা, খেজুর ৪০০ টাকা, সাদা সেমাই ৬০ টাকা, সাদা লাচ্ছা সেমাই ১২০ টাকা, লাল লাচ্ছা সেমাই ১৩০ টাকা, ডিম এক হালি ৪০ টাকা এবং মুড়ি আধা কেজি ৩৫ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. কামরুজ্জামান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. আতাউর রহমান, জামাত নেতা নুরন্নবীসহ জামাত নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: