‘জাতীয় পার্টি আমাদের মিত্র দল তাদের কিছু আসন ছাড় দিতে হবে’

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৮:২৪; আপডেট: ১৯ মে ২০২৪ ০৪:৪৪

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, জাতীয় পার্টি আমাদের মিত্র দল। তারা গত ১৫ বছর ধরে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের মিত্র হিসেবে কাজ করেছে। এ নির্বাচনেও গণতন্ত্রের পক্ষে, অপশক্তির বিপক্ষে রয়েছে। তারা আমাদের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। এ নির্বাচনে জাতীয় পার্টি প্রায় ৩শ’টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। জাতীয় পার্টিসহ সমমনা দলগুলোর সঙ্গে আমাদের জোট হতে পারে। এক্ষেত্রে আমাদের কিছু আসন ছাড় দিতে হবে।

গতকাল সন্ধ্যায় রংপুর জিলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্দেশনা ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, নির্বাচন প্রতিহতের ঘোষণা দেয়া নির্বাচনবিরোধীরা পালিয়ে গিয়ে গুপ্তস্থান থেকে গাড়ি পোড়ানোর ডাক দিচ্ছে।

চোরাগুপ্তা হামলা করছে। এ হামলায় বহুমানুষ হতাহত হয়েছে। গতকাল রাতে ট্রেনের লাইন কেটে দিয়েছে, ৭টি বগি লাইনচ্যুত হয়েছে, একজনের মৃত্যু হয়েছে। এই দেশবিরোধী, সমাজবিরোধী, রাষ্ট্রবিরোধী ও জনবিরোধী অপশক্তিকে খুঁজে বের করে যাতে তাদের আইনের আওতায় আনা যায় সেই নির্দেশনা দলীয় নেতাকর্মীদের দেয়ার জন্য আমরা আজ মিলিত হয়েছি।

আসন্ন নির্বাচন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সারা দেশে নির্বাচনের ঢেউ শুরু হয়েছে। মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জ, হাটবাজার, চায়ের দোকানসহ সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্বে যেসব বিদেশিরা ভুগছিল তারাও এখন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, সার্কভুক্ত দেশ ও ওআইসিসহ বিভিন্ন দেশ ও জোট নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাবে। এতেই প্রমাণিত হয় যে আমাদের দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। দেশের ৪৪টি দলের মধ্যে ৩০টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। গড়ে প্রতিটি আসনে ৭ জন করে প্রার্থী হয়েছে। তাই আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনগণের অংশগ্রহণ থাকবে। উন্নত দেশে যে পরিমাণ ভোটার হয় না, তার চেয়ে বেশি ভোটার এই নির্বাচনে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সফুরা বেগম, এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। মতবিনিময় সভায় রংপুর বিভাগের ৮ জেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top