একদিনে বিএনপির সাত নেতা বহিষ্কার

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৪ ২০:০৮; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৮:০২

ছবি : ফাইল

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন উপজেলার সাত নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃত নেতারা হলেন- বরগুনা জেলাধীন আমতলী উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোরের লালপুর থানা বিএনপি’র ২নং যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবদাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এহেতাশামুল আজিম।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top