১১৩ দিন পর কারামুক্ত বিএনপির আলাল

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৬; আপডেট: ২৭ জানুয়ারী ২০২৬ ০৪:১৬

ছবি: সংগৃহীত

১১৩ দিন পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি জেল থেকে মুক্তি পান। এ সময় কারাফটকে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।

গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শহীদনগর থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির ডাকা মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে ৯টি দায়ের করা হয়। এছাড়া, পুরনো একটি মামলায়ও তার তিন বছরের সাজা হয়।

এরমধ্যে সব মামলায় জামিন মিললে আজ কারামুক্ত হলেন সাবেক এ সংসদ সদস্য। মুক্তি পাওয়ার পর গণমাধ্যমকে তিনি জানান, সরকার পতনের আন্দোলন আরও জোরদার করা হবে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top