অলির এলডিপিও সংলাপে যাচ্ছে না

রাজ টাইমস | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২ ২১:১০; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৮

কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপকে ‘টি উইথ আবদুল হামিদ’ বলে উল্লেখ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এ সংলাপে অংশ নেবেন না বলেও জানান তিনি। গতকাল বুধবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এর আগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপের আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। এ ছাড়া বিএনপি আগেই সিদ্ধান্ত নিয়েছে এই সংলাপে অংশ নেবে না।

এলিডিপির সভাপতি অলি আহমদ বলেন, এর আগেও তিনি রাষ্ট্রপতির ডাকে সংলাপে গিয়েছিলেন। কিন্তু সেগুলো ছিল ‘চা পার্টি’।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top