বন্ধ করা হয়েছে খালেদা জিয়ার রক্তক্ষরণের উৎস

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২ ১৯:৩২; আপডেট: ১০ মে ২০২৪ ০৪:১৬

ফাইল ছবি

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তাঁর ক্ষুদ্রান্তের নিচে রক্তক্ষরণের উৎস বন্ধ করতে ‘ব্যান্ড লাইগেশন’ করা হয়েছে। এর ফলে সাময়িকভাবে তাঁর রক্তক্ষরণ বন্ধ আছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও চিকিৎসক। তবে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় যে কোন সময় নতুন উৎস দিয়ে রক্তক্ষরণ হতে পারে বলে তাঁর চিকিৎসকরা আশঙ্কা করছেন। খবর অনলাইনের।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত ২৭ ডিসেম্বর ক্যাপসুল এন্ডোস্কোপি পরীক্ষায় খালেদা জিয়ার ক্ষুদ্রান্তের নিচে রক্তক্ষরণের উৎসটি দেখতে পান চিকিৎসকেরা। এরপর সোমবার রাতে এন্ডোস্কোপির মাধ্যমে উৎসটি চিহ্নিত করে তাঁর ব্যান্ড লাইগেশন করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডাঃ এজেএম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর যে ধরনের চিকিৎসা দরকার সে রকম প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের কোন হাসপাতালে নেই। দ্রুত বিদেশ পাঠালে তাঁর উন্নত চিকিৎসা সম্ভব।

হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ১৩, ১৭, ২৩ ও ৩০ নবেম্বর বড় ধরনের রক্তক্ষরণের কারণে বিএনপি চেয়ারপার্সন মারাত্মক মৃত্যু ঝুঁকিতে পড়েন। পরিস্থিতি ভয়াবহতা আঁচ করতে পেরে ২৪ নবেম্বর চিকিৎসকেরা তাঁর এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি করেন। ২৮ নবেম্বর রাতে সংবাদ সম্মেলনে মেডিক্যাল বোর্ড জানায়, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top