সস্ত্রীক করোনায় আক্রান্ত ফখরুল
ডেক্স রির্পোট | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২ ১০:১৪; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৩:৩৮

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে তার। এর আগের দিন করোনায় আক্রান্ত হন তার স্ত্রী রাহাত আরা বেগম। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, কয়েকদিন যাবত মহাসচিবসহ ভাবী অসুস্থতা বোধ করছিলেন। তাদের দু'জনেরই করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শক্রমে এখন উত্তরার বাসায় তারা কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উনাদের দু‘জনই এখন সুস্থ আছেন। তাদের গলায় কিছুটা খুশখুশে কাশি আছে।
অন্য কোনো উপসর্গ এখনো দেখা যায়নি। দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।
সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কয়েক হাজার নেতা-কর্মীর এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আপনার মূল্যবান মতামত দিন: