নানা কর্মসূচীতে গণপ্রকৌশল ও আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০ ২৩:১৬; আপডেট: ২২ নভেম্বর ২০২০ ০৩:৪৪

 ছবি : রাজ টাইমস

রাজশাহীতে গণপ্রকৌশল ও আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এসব কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

র‌্যালি শেষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) রাজশাহীর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) ও আইডিইবি রাজশাহীর সভাপতি প্রকৌশলী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি প্রকৌশলী কবির উদ্দিন। এ অনুষ্ঠানে গবেষক ড. মো. তসিকুল ইসলাম রাজা, প্রকৌশলী আব্দুর গফুর, প্রকৌশলী তাজুল ইসলাম, প্রকৌশলী নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী সাজ্জাদুর রহমান সহ মোট ৭ জনকে সম্মননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতানির্ভর কারিগরি শিক্ষাই কেবল পারে দেশকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে মুক্ত করে উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার বিকল্প নাই এবং অর্থনীতির চাকা সচল রাখতে একজন ইঞ্জিনিয়ারের ভূমিকা অপরসীম। উন্নত ও উন্নয়নশীল দেশের দিকে তাকালে দেখা যায়, বিশ্বের যে সব দেশ কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে সেই সব দেশ তত বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে।

গণপ্রকৌশল ও আইডিইবি’র এবারের প্রতিপাদ্য ছিল ‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’। এ প্রতিপাদ্যের বিষয় হচ্ছে, দেশের স্থল ভূমির গর্ভে থেকে সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, কয়লা ও গ্যাসসহ বিভিন্ন ধরণের খনিজ উত্তোলন হচ্ছে। এসব খনিজ দেশের উন্নয়নে কাজে লাগছে। আমাদের দেশের মূল স্থল ভূমির প্রায় সমান আয়তনের সমুদ্রও পাওয়া গেছে। সমুদ্রের তলদেশেও অনেক ধরণের খনিজ থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এসব খনিজ সুনিয়ন্ত্রতভাবে উত্তোলন করে সঠিক ব্যবহারে দেশের উন্নয়ন সমৃদ্ধিতে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক কাউন্সিলর আয়েশা বেগম, নাদিরা বেগম ও নজরুল ইসলাম। আরো আইডিইবি’র রাজশাহী শাখার সহসভাপতি মেরাজুল ইসলাম ও মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হোসেন শাহীদ সোহরাওয়ার্দী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাঈদ আহম্মদ সানি, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, দপ্তর সম্পাদক মইনুল হক, সভাপতি বিএমডিএ ডিইএ প্রকৌশলী জিএফএম হাসানুল ইসলাম , সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী রাহাত পারভেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রকৌশলী শাহীনুল হক ও প্রচার সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top