সোনামসজিদ দিয়ে ১ হাজার টন পেঁয়াজ আমদানি
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ মে ২০২৪ ১৩:৪৬; আপডেট: ২২ জানুয়ারী ২০২৫ ২৩:২৪
![- ছবি - ইন্টারনেট](https://rajtimes24.com/uploads/shares/resize-350x300x1x0-image-456894-2024-05-15-13-46-11.jpg)
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত ৬ দিনে প্রায় ১ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমির চন্দ্র ঘোষ।
জানা গেছে, ভারতীয় সরকারের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় গত ৫ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ৪ মে। তারপরে গত ৫ মে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন আমদানিকারকরা। ফলে গত ৯ তারিখ থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।
সমির চন্দ্র ঘোষ বলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গত ৯ মে থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত ৬ দিনে ২১টি আইপির মাধ্যমে ৯৯৭ দশমিক ৪০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: