রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:২৭; আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৫

রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বাসচাপায় মারিয়া আক্তার যুঁথি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
যুঁথি মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার মেয়ে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়।
এসময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা যায়নি। তবে সেটি কোন পরিবহনের সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: