১৬ বছর পর চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট
পবা প্রতিনিধি: | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫ ১৯:৩২; আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ০২:১৭

দীর্ঘ ১৬ বছর পর চালু হলো রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট।
আজ বুধবার সকালে দামকুড়া পশুহাট প্রাঙ্গণে হাট কমিটির আয়োজনে এ পশু হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারাদার শাহজাহান আলী। দামকুড়া পশুহাটটি ১কোটি ১১লাখ ১১হাজার ১১১টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ইজারা নিয়েছেন।
বিক্রেতাদের উৎসাহিত করতে গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা ছাড় মূল্য নির্ধারণ করা হয়েছে। এই ছাড়পত্রের টাকা দিবেন পশু ক্রেতা।বিক্রেতাকে কোন ইজারা মূল্য দিতে হবে না বলে জানিয়েছেন পশুহাটের নতুন ইজারাদার মোঃ শাহজাহান আলী।
তিনি জানান, ১৯৮৯সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ২০০৮সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধবার ও রবিবার এই দুইদিন নগরীর সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি।
কৌশলে বঞ্চিত করা হয়েছিল প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব দীর্ঘ ১৬বছর পর আবার চালু হলো পবার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট। এতে পবা উপজেলা বাসীর ঐতিহাসিক আশা পুরুন হয়েছে। দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কিরণ, সদস্য সচিব নওশাদ আলী, হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী ও ডানপন্থি রাজনৈতিক নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: