নাটোরে আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১ ০০:১২; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৮:৪৯
-2021-10-19-18-11-47.jpg)
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। দলের জেলা কার্যালয় থেকে দুপুর ১২টার দিকে শান্তি শোভাযাত্রা শুরু করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে সম্প্রীতি সমাবেশ করে নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের এমপি শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা পুজা উৎযাপন কমিটির সাবেক সভাপতি চিত্তরঞ্জন সাহা, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া।
আপনার মূল্যবান মতামত দিন: