বাঘায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১ ০৯:২৪; আপডেট: ২০ মার্চ ২০২৫ ০২:৪৫
-2021-11-08-22-22-05.jpg)
বাঘায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে উচ্চ ফলনশীল সরিষা, মসুর, পেঁয়াজ, মুগ, ভুট্টা ,গম, চিনাবাদাম, খেসারি ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (০৮ নভেম্বর) সকালে বাঘা উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।
সকাল ১০ টায় উপজেলা কৃষি বিভাগের সামনে নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এ প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু , আ’লীগ নেতা মাসুদ রানা তিলু ও বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন-সহ অন্যান্য দপ্তরের অফিসার বৃন্দ।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, আমরা কোন আবাদি জমি ফাঁকা রাখতে চাইনা। এটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা। সে মোতাবেক বাঘায় ৩ হাজার ৯৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে-৯ প্রকারের বীজ ও সার বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু করা হলো। আমার বিশ্বাস এ থেকে একদিকে উপকৃত হবেন কৃষক, অপর দিকে কৃষি পন্যে সাবলম্বী হবে দেশ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এসব উপকরণের আওতায় গম বীজ পাবে ১৮৫০ জন, ভূট্টা-৩০০, সরিষা-১৫০, সূর্যমুখী-৯০, চিনাবাদাম-২৫০, মুগ-১০০ ,মসুর-২০০, খেসারি-৯০০ এবং পেয়াজ ১০০ জন। সর্ব মোট ৩৯৪০ জন প্রান্তিক কৃষক পাবে এ সকল বীজ ও পরিমিত সার।
আপনার মূল্যবান মতামত দিন: