বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১ ০৬:০৯; আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৭

ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিয়া খাতুন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের মেয়ে। তানিয়া ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের একটি মুরগির খামারে এ দুর্ঘটনাটি ঘটে।

তানিয়ার ভাই রনি জানান, শুক্রবার দুপুরে আমাদের বাড়ির পাশের মুরগির খামারের পর্দা উঠাতে যায় তানিয়া। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষনা করেন।

ধোপপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, তানিয়ার মৃত্যু মর্মান্তিক। আমাদের বিদ্যালয় থেকে তানিয়ার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। মৃত তানিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top