নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১ ১০:৪৮; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৩:৫৪

নগরীর বিভিন্ন স্পটে বিএনপি নেতৃবৃন্দের লিফলেট বিতরণ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রচারপত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছে রাজশাহী মহানগর বিএনপি।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় উদ্বোধন শেষে রাজশাহী মহানগরীর সাহেব বাজারের জিরো পয়েন্ট, আরডি মার্কেট, সোনাদিঘী মোড়, সমবায় মার্কেট সংলগ্ন রাস্তায় প্রচারপত্র বিলি করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও প্রচারপত্র বিতরণে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মো. মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট,স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বকুল, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ সহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এই সময় উপস্থিত নেতারা লাগাতার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গণমানুষের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন উক্ত প্রতিবাদ লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top