সড়ক দূর্ঘটনায় মৃত্যুশয্যায় রাজশাহী বার কাউন্সিলের সভাপতি মোজাম্মেল হক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১ ০৬:০৮; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ০২:৪৯
-2021-12-01-19-07-25.jpg)
সড়ক দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যুশয্যায় রাজশাহী বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট মোজাম্মেল হক। গত সোমবার রাজশাহীর সাহেব বাজারে রাস্তা পার হওয়ার সময়ে মটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসারত আছেন।
এ্যাডভোকেট মোজাম্মেল হকের ভাতিজি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শিমু দিল আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকেল ৫ টার দিকে বাজার শেষে অপরদিকে রাখা গাড়ির কাছে যাচ্ছিলেন তিনি। গাড়ির কাছে যাবার ঠিক পূর্ব ঠিক মুহূর্তে একটা মটর সাইকেল উনাকে ধাক্কা দেয়।
তিনি জানান, আঘাতে উনার ব্রেইন গুরুতর আঘাতপ্রাপ্ত হয় ও রক্তক্ষরণ হওয়ায় একটি বেসরকারী হাসপাতালে সার্জারী করা হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ জাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে আছেন। সকলের কাছে তার আশু সুস্থতার জন্য দোয়া চান অধ্যাপক দিল আফরোজ।
এ্যাডভোকেট মোজাম্মেল হক রাজশাহী বার কাউন্সিলের তিন বারের নির্বাচিত সভাপতি। আইন পেশা ও সমাজসেবায় অবদান রাখায় সম্প্রতি বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের গোল্ড মেডেলে ভূষিত হন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: