মুজিববর্ষ প্রীতি ম্যাচে নেপালকে হারাল বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০ ০১:৩৭; আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০১:৪২

বাংলাদেশ-নেপাল ম্যাচ।

মুজিববর্ষ উপলক্ষে ফিফার প্রীতি ম্যাচে ২-০ গোলে নেপালকে ধরাশায়ী করল বাংলাদেশ।

মহামারী পরিস্থিতিতে দীর্ঘদিন পর মাঠে নেমেই বাজিমাত করল বাংলাদেশ।

শুরু থেকেই মাঠে চাপে রাখা হয় ফিফা র‌্যাংকিংয়ে ১৭০- এ থাকা নেপালকে। আর ১০ মিনিটের মাথায় গোল করে বসে জেমি ডের শিষ্যরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

সাদউদ্দিনের ভাসিয়ে দেয়া বল আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের পা ছুঁয়ে নেপালের জালে প্রবেশ করে।

গ্যালারীতে দর্শকদের ছিল প্রাণবন্ত উচ্ছাস।

নেপালের জালে বেশ কয়েকবার হানা দেয় সুমন রেজা, ইব্রাহিম ও সাদ উদ্দিন।

নেপাল বাহিনী পাল্টা আক্রমনের চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা। ফলে ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরেই আবারো মাঠ দখল নেয় বাংলার দামলরা।

খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগেই ব্যবধানকে আরো বড় করে দেন মাহবুব। একক নৈপূণ্যে চমৎকারভাবে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন মাহবুব। 

সবশেষ ২-০ তে মাঠ ছাড়ে দুই দল।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top